


আর্থিক অসচ্ছল মেধাবীদের মাসিক বৃত্তি
BDT 0.00
আর্থিক অসচ্ছল মেধাবীদের পড়াশোনা ও চাকরির কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়ানোর জন্য শিক্ষানুরাগী শ্রদ্ধেয় দাতাদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে শুরু করছি মাসিক বৃত্তি বা এককালীন বৃত্তি পাওয়ার পদ্ধতি কিছু সহজ প্রশ্নোত্তরের মাধ্যমে।
✅ বৃত্তির জন্য কারা আবেদন করতে পারবেন?
উত্তর: ক) বাংলাদেশের যে কোন শিক্ষা-প্রতিষ্ঠানে পড়ুয়া যে কোন আর্থিক অসচ্ছল মেধাবী শিক্ষার্থীরা।
খ) বাংলাদেশের যে কোন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে চাকরির জন্য চেষ্টা করছেন এমন আর্থিক অসচ্ছল মেধাবী শিক্ষার্থীরা।
✅ কত টাকা বৃত্তি দেওয়া হবে?
উত্তরঃ মাসিক তিন থেকে দশ হাজার টাকা বা এককালীন এক থেকে দশ হাজার টাকা বৃত্তি দেওয়া হবে।
✅ কীভাবে আবেদন করবেন?
উত্তর: আবেদন ইমেইলে করতে হবে। আবেদনকারী বা অভিভাবক বা আবেদনকারীর পক্ষে যে কেউ আমাদের ইমেইল(LekhaShare@outlook.com) করতে পারেন। ইমেইল সাবজেক্ট/বিষয় হবে "বৃত্তির আবেদন - আবেদনকারীর নাম - আবেদনকারীর বিভাগের নাম"। উদহরণ- যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বরিশাল বিভাগের কোন আবেদনকারীর নাম হয় সজীব দাস, তবে ইমেইল সাবজেক্ট/বিষয় হবে "বৃত্তির আবেদন - সজীব দাস - বরিশাল"। অন্য কেউও যদি সজীব দাসের পক্ষে ইমেইল করেন, তবুও ইমেইল সাবজেক্ট/বিষয় হবে "বৃত্তির আবেদন - সজীব দাস - বরিশাল"। মনে রাখবেন, আপনার ইমেইলের সাবজেক্ট/বিষয় ভুল হলে এটা শর্টলিস্টে আসবে না।
✅ ই-মেইলে কী লিখবেন?
উত্তর: ই-মেইলে নিম্নলিখিত তথ্যগুলো দিতে হবে।
ক) আবেদনকারীর নাম: ........
খ) ঠিকানা: ........
গ) অভিভাবকের নাম: ......
(নিজেই অভিভাবক হলে নিজের নাম লিখতে পারেন)
ঘ) আবেদনকারীর(থাকলে) এবং অভিভাবকের যোগাযোগ নম্বর: ...........
(নিজেই অভিভাবক হলে নিজের যোগাযোগ নম্বর লিখতে পারেন)
ঙ) বর্তমান শিক্ষা-প্রতিষ্ঠানের নাম: ......
(পড়াশোনা শেষ হয়ে থাকলে সর্বশেষ শিক্ষা-প্রতিষ্ঠানের নাম)
চ) শিক্ষা-প্রতিষ্ঠানের ঠিকানা: .....
(শুধু থানা ও জেলার নাম লিখবেন)
ছ) আপনার বর্তমান/সর্বশেষ শিক্ষা-প্রতিষ্ঠানের ন্যূনতম দুজন শিক্ষকের নাম, যোগাযোগ নম্বর ও ইমেইল(থাকলে) যাঁরা আপনার মেধা, শিক্ষাগত যোগ্যতা এবং আর্থিক অস্বচ্ছলতার বিষয়টি জানেন। মনে রাখবেন, আপনার শিক্ষক যদি আপনাকে না চেনেন, তবে আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না।
শিক্ষক ১ নাম: .......
শিক্ষক ১ যোগাযোগ নম্বর: ......
শিক্ষক ১ ইমেইল(থাকলে): ......
শিক্ষক ২ নাম: .......
শিক্ষক ২ যোগাযোগ নম্বর: ......
শিক্ষক ২ ইমেইল(থাকলে)
জ) আপনার কেন বৃত্তির প্রয়োজন? ....................
(প্রশ্নটির উত্তর সর্বোচ্চ ১০০০ শব্দের মধ্যে দেবেন)
✅ ই-মেইলে কি কিছু এটাচ করতে হবে?
উত্তর: ক) আবেদনকারীর ছবি ও জাতীয় পরিচয়পত্র থাকলে তার ছবি (মোবাইল ফোনের ক্যামেরার ছবিও গ্রহণযোগ্য হবে)
খ) আপনার মেধা ও শিক্ষাগত যোগ্যতা প্রমাণ করতে যে কোন সার্টিফিকেট/মার্কশীট/ট্রান্সক্রিপ্ট ও আপনার আর্থিক অস্বচ্ছলতা প্রমাণ করতে যে আপনার কাছে থাকা যে কোন প্রমাণপত্র(থাকলে) এটাচ করতে পারেন।
গ) আবেদনকারী নিজ হাতে কেন বৃত্তির প্রয়োজন তা কাগজে লিখে সেই কাগজের ছবি তুলে দিতে হবে। HSC/SSC পড়ুয়া আবেদনকারীদের জন্য এটি আবশ্যক। এটি ছাড়া আবেদন দেখা হবে না। অনার্স/মাস্টার্স পড়ুয়া আবেদনকারীদের জন্যও এই নিয়ম প্রযোজ্য, তবে শিথিলযোগ্য। তাই, অনার্স/মাস্টার্স পড়ুয়া আবেদনকারী নিজ হাতে লিখে ছবি তুলে দিলে সে আবেদন আমাদের আগে দেখার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। তবে, কেন বৃত্তির প্রয়োজন তা কাগজে লিখা থাকলেও অবশ্যই ই-মেইলে টাইপ করে দিতে হবে।
✅ আপনি কখন আবেদন করতে পারবেন?
উত্তর: যে কোন মাসে
✅ আবেদনকারী সবাই কি বৃত্তি পাবেন?
উত্তরঃ এটার কোন নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। আপনার আবেদন পড়ে আপনার দেওয়া তথ্য যাচাই-বাচাইয়ের মাধ্যমে আপনাকে বৃত্তি দেওয়া হবে। এক্ষেত্রে আপনার সম্পর্কে আপনার শিক্ষকদের মতামত ও আপনার সার্টিফিকেট/মার্কস এবং আপনার আর্থিক অস্বচ্ছলতার কারণ সবগুলো বিবেচনা করা হবে। সবগুলো বৃত্তি স্পন্সরদের কাছে গ্রহণযোগ্য হলে আপনি বৃত্তি পাবেন।
✅ সর্বমোট কতজন বৃত্তি পাবেন?
উত্তরঃ এখন আবেদনকারীদের মধ্যে সর্বোচ্চ ১০০জনকে বৃত্তি দেওয়ার প্লান আছে। এ বাজেট রাখতে আমরা শ্রদ্ধেয় দাতা/স্পন্সরদের সাথে কাজ করে যাচ্ছি।
✅ বৃত্তির জন্য নির্বাচিত হলে টাকা কীভাবে পাবেন?
উত্তরঃ সেটা আমরা ঠিক করব। এটা আপনার ব্যাংক একাউন্টে বা বিকাশের মাধ্যমেও হতে পারে আবার আপনার শিক্ষকের কাছেও হতে পারে। উদাহরণ, আপনি যদি বই কেনার জন্য বৃত্তির আবেদন করেন, আপনার আবেদন নির্বাচিত হলে যে বই কিনবেন, তাঁকে টাকা দেওয়া হবে। তিনি হতে পারেন আপনার শিক্ষক বা এমনকি লাইব্রেরিয়ান! আপনি বই পাবেন সেটা আমরা নিশ্চিত করব।
✅ আর্থিক অস্বচ্ছল মেধাবী হলে বৃত্তি পাওয়ার সবচেয়ে সহজ উপায় কী?
উত্তরঃ সঠিক ও সৎ ভাবে তথ্য দেওয়া ।
✅ মাসিক বৃত্তি কি বন্ধ করা যাবে?
উত্তরঃ আপনার আর্থিক অস্বচ্ছলতার সমস্যা সমাধান হলে জানাবেন। এ বৃত্তি বন্ধ করে অন্যকে দেওয়া হবে। অন্য একজনও আপনার মতো উপকৃত হবেন। আপনি একটি সুন্দর সমাজ গড়তে সাহায্য করবেন।
✅ আপনি কীভাবে আমাদের সাহায্য করতে পারেন?
উত্তরঃ এই তথ্যটি আপনি অন্যদের সাথে শেয়ার করাই এখন একটা বড় সাহায্য। কারণ এমন হয়তো অনেক আছেন যাঁদের এই বৃত্তি দরকার কিন্তু তাঁরা এটা জানেন না।
✅ আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন, বা অন্য কোন কারণে আপনার শিক্ষক আপনাকে ব্যক্তিগতভাবে চেনেন না। সেক্ষেত্রে আপনি কী করবেন?
উত্তরঃ আপনার বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে পরিচিত হোন, কথা বলুন। সেটা কোনভাবে সম্ভব না হলে আপনার আগের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের তথ্য দিন যাঁরা আপনার সম্পর্কে জানেন। সেটাও সম্ভব না হলে আপনার এলাকার যে কোন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষকদের তথ্য দিন। মনে রাখবেন, সবচেয়ে ভালো হয় আপনার বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের তথ্য দিলে।
✅ আপনার অবস্থা অন্য সবার চেয়ে কোন না কোনভাবে একটু ভিন্ন। আপনি কি আবেদন করতে পারবেন?
উত্তরঃ কারা আবেদন করতে পারবেন সেটি ওপরে বর্ণনা করা হয়েছে। সেটি আবার পড়ুন। বিষয়টি পরিস্কার না হলে বা আরও কিছু জানতে চাইলে কমেন্টে প্রশ্ন করুন। ইনবক্সে কোন প্রশ্নের উত্তর দেওয়া হবে না।
✅ আপনার কাছে সব সার্টিফিকেট/মার্কস নাই। আপনি কি আবেদন করতে পারবেন?
উত্তরঃ পারবেন। আমাদের যা যা দরকার তা না পেলে আপনাকে ইমেইলে জানানো হবে। আরও কিছু জানতে চাইলে কমেন্টে প্রশ্ন করুন। ইনবক্সে কোন প্রশ্নের উত্তর দেওয়া হবে না।
প্রশ্নঃ বৃত্তির আবেদনের ফলাফল কীভাবে জানবেন?
উত্তরঃ আপনি বছরের যে কোন মাসে বৃত্তির আবেদন করলেও আমরা বছরে ৩ বার বৃত্তির ফলাফল দিই।
আমরা সম্মানিত শিক্ষকগণদের সাথে যোগাযোগ করি ও আবেদনকারীদের সাথে যোগাযোগ করি। যেসব আবেদনের সব তথ্য আমাদের দেখা শেষ হবে এবং বৃত্তির জন্য নির্বাচিত হবেন, তাঁদের আমরা আগে জানাই যে তাঁরা বৃত্তি পাবেন। সূতরাং কেউ কেউ আগেই জেনে যেতে পারেন যে তাঁরা বৃত্তি পাবেন।
আপনি যদি ফলাফল না জানেন, তবে, দয়া করে একটু বুঝতে চেষ্টা করুন আমাদের কাজ চলছে। আপনার কোন শিক্ষকের সাথে যদি আমরা ইতিমধ্যে যোগাযোগ না করি তার অর্থ এই নয় যে আপনি নিশ্চিত বৃত্তি পাবেন না। তার অর্থ হলো- আমরা আপনার আবেদনে এখনো কাজ শুরু করিনি।
অনেক আবেদনে কাজ শুরু করে আমরা দেখি যে আমাদের আরও তথ্য দরকার। সেক্ষেত্রে আমরা ই-মেইলে কী কী তথ্য দিতে হবে তা বলি। এসব আবেদনকারীদের বুঝা উচিত যে আমরা আপনার আবেদনে কাজ করছি। দয়া করে অপেক্ষা করুন।
অনেক আবেদনে আমরা শিক্ষকদের সাথে যোগাযোগ করতে পারি না। সেক্ষেত্রে আবেদনকারীকে তা জানাই এবং শিক্ষকের সময় অনুযায়ী যোগাযোগ করি। কারও ক্ষেত্রে শিক্ষকদের সাথে যোগাযোগ করেও আমাদের যে তথ্য দরকার তা না পাওয়ায় নতুন অন্য কোন শিক্ষকের নাম ও যোগাযোগ নম্বর দিতে আবেদনকারীকে জানাই। আবেদনকারীও আমাদের সেসব তথ্য দিয়ে সাহায্য করেন। সূতরাং এসব আবেদনকারীদের জানা উচিত আমরা আপনার আবেদনে কাজ করছি। দয়া করে অপেক্ষা করুন।
মনে রাখবেন, আপনার রেজাল্ট ভালো থাকলে বা মেধাবী হলে, বৃত্তি পাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো- আবেদনে সৎভাবে সঠিক তথ্য দেওয়া।
✅ কেন বৃত্তির প্রয়োজন তা কীভাবে লিখবেন?
উত্তরঃ নিচের পোস্টটি দেখুন। হেল্প পাবেন আশা করি।
https://www.facebook.com/medhabrittiorg/posts/106749531204905
প্রশ্নঃ কারা বৃত্তি পাবেন তা কীভাবে জানবেন?
উত্তরঃ নিচের পোস্টটি দেখুন, ধারনা পাবেন আশা করি।
https://www.facebook.com/medhabrittiorg/posts/107758114437380
প্রশ্নঃ বৃত্তি পেয়েছেন এমন দু-একজনের উদাহরণ কীভাবে দেখবেন?
উত্তরঃ নিচের পোস্টগুলো পড়তে পারেন।
https://www.facebook.com/medhabrittiorg/posts/106473124565879
https://www.facebook.com/medhabrittiorg/posts/101698901709968
https://www.facebook.com/medhabrittiorg/posts/102588951620963
https://www.facebook.com/medhabrittiorg/posts/103285834884608
Key Features
- ✅ Who is MedhaBirtti?: It's a registered non-profit in the state of Florida, USA